চার দিন পরেই বসন্ত
- আপডেট সময় : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৪০ বার পড়া হয়েছে
চার দিন পরেই বসন্ত। গত ক’দিন ধরে শীত কেটে গিয়ে উষ্ণতার আমেজ ছড়াচ্ছিল সারাদেশে। তবে মাঘের বিদায়লগ্নে আবার নামছে তাপমাত্রার পারদ। গতরাত থেকে দেশের উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। একদিনেই পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারীসহ পাঁচ জেলায় তাপমাত্রা হ্রাস পেয়েছে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।
চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে অনেকটা বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এদিকে, শীতজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বাড়ছে নিউমোনিয়া রোগীও। প্রতিদিন শীতজনিত কারণে শিশু ও বৃদ্ধসহ ৭/৮শ’ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। মাঘের শেষ সময়েও পঞ্চগড়ে দাপট দেখাচ্ছে শৈত্যপ্রবাহ। দু’দিন ধরে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।