চার নম্বরে ব্যাট করার ভাবনাকে ‘স্টুপিড’ মনে করেন তামিম
- আপডেট সময় : ১০:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
চার নম্বরে ব্যাট করার ভাবনাকে ‘স্টুপিড’ মনে করেন তামিম ইকবাল। জেমি সিডন্সের পরামর্শ মেনে নিজের ব্যাটিং পজিশন বদলাতে রাজি নন দেশসেরা এই ওপেনার। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের মেধার প্রশংসা করে তামিম জানিয়েছেন, দু’তিন বছরের মধ্যে সাদা পোশাকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও আশাবাদী তিনি।
অথচ পুরো ক্যারিয়ারে মাত্র একবার পাঁচ নম্বরে ব্যাট করতে বাধ্য হয়েছিলেন তামিম ইকবাল। এছাড়া ওপেনিং মানেই মিস্টার খান। ১৭ বছরে ক্যারিয়ারে কত ক্রিকেটারের আশা-যাওয়া কিন্তু কখনোই তামিমের বিকল্প পায়নি বিসিবি।
তবে, শনিবার হঠাৎ তামিমের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেন বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। পজিশন চার ও পাঁচ নম্বরে তামিম আরও ভালো করবেন বলে মনে করেন তিনি। যদিও একদিন পর সিডন্সের ভাবনা প্রত্যাখান করেছেন তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও টেস্ট দলের অধিনায়কত্বে ফিরছেন সাকিব আল হাসান। যা লাল বলের ক্রিকেটে দেশের জন্য ইতিবাচক বলছেন তামিম। তবে, গুছিয়ে নিতে সাকিবকে সময় দেয়ারও বিকল্প দেখছেন না।
২০১৮-তে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুখস্মৃতি আছে বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-টুয়েন্টিতে জিতে টাইগাররা। এবার তিন ফরম্যাট নিয়েই আশাবাদী ওয়ানডে অধিনায়ক।
মোবাইল অপারের রবির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার দিন নিজের ক্রিকেট ভাবনা তুলে ধরেন তামিম ইকবাল।