চার নাবালককে অভিযুক্ত করে সংশোধন কেন্দ্রে পাঠানোর জন্য হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এনায়েতউল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় বরিশালের চার নাবালককে অভিযুক্ত করে সংশোধন কেন্দ্রে পাঠানোর জন্য হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনায়েতউল্লাহ।
সকালে বরিশালের শিশুসহ অভিভাবক, বাকেরগঞ্জের ওসিসহ ম্যাজিস্ট্রেট হাইকোর্টে হাজিরা দেন। বিচারপতি মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে শুনানি চলছে। গত বৃহস্পতিবার রাতে হাইকোর্টের নির্দেশে তাদের জামিন দিয়ে অভিভাবকদের কাছে পৌছে দেয়া হয়। পরে আদালত বিচারক ও ওসি বাকেরগঞ্জকে হাজির তলব করেন। একইসাথে ধর্ষণ ভিকটিমের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে। খেলার সাথিকে ধর্ষনের অভিযোগে ছয় থেকে সাত বছর বয়সী ওই চার শিশুকে কারাগারে পাঠায় বিচারিক আদালত।