চার নেতার খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশে পালিয়ে থাকা জাতীয় চার নেতার খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরে কাজ করছে সরকার- এমনটা জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইতিহাসের নৃশংস এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান তিনি। পলাতক খুনিদের দেশে ফেরাতে কুটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি করেন জাতীয় চারনেতার স্বজনরা। সকালে জেলহত্যা দিবসে পুরনো জেলখানায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্ব শূন্য করতে ১৯৭৫ এর ৩ নভেম্বর কারাগারে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মম ভাবে হত্যা করে ঘাতকরা।
শ্রদ্ধা ও প্রার্থনার মাধ্যমে ইতিহাসের বর্বরোচিত সেই কালো অধ্যায়ের স্মরণে, আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের এই আয়োজন।
নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দলীয় নেতাকর্মী ও শহীদের স্বজনরা।
এসময় জাতীয় চার নেতার স্বজনরা দাবি করেন, বিদেশে পলাতক খুনীদের দেশে ফেরাতে জোরালো কূটনৈতিক তৎপরতা প্রয়োজন।
পলাতক খুনীদের ফিরিয়ে এনে রায় কার্যকরের বিষয়ে সরকারে অবস্থান তুলে ধরেন স্বারাষ্ট্রমন্ত্রী।
খুনীদের ষড়যন্ত্র ব্যর্থ করে সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও মনে করেন আসাদুজ্জামান খান কামাল।