চার-পাঁচদিনের মধ্যে দেশের সব জেলায় ভ্যাকসিন পৌঁছে দেয়া হবেঃ পাপন
- আপডেট সময় : ০৭:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে এলো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি করোনা ভ্যাক্সিনের প্রথম চালানের ৫০ লাখ ডোজ। সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এসে পৌছায় এই ভ্যাকসিনের চালান। সব প্রক্রিয়া শেষে চার-পাঁচদিনের মধ্যে দেশের সব জেলায় ভ্যাকসিন পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি।
করোনার ভয়াল ছোবল থেকে রক্ষায় উপহার হিসেবে ভারতের দেয়া ২০ লাখ করোনা টিকা পর এবার আসলো সেরাম থেকে কেনা ৫০ লাখ টিকা। বেক্সিমকোর মাধ্যমে আনা ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বেক্সিমকো ফার্মার ৯টি বিশেষায়িত ফ্রিজিং ভ্যানে উঠানো হয় টিকাগুলি। টিকার এই চালানটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার পরিচালক নাজমুল হাসান পাপন।
পরে নির্দিষ্ট তাপমাত্রায় টিকার সংরক্ষণ করা যাবে জানিয়ে ব্যাচ মেয়াদ ও মান নিয়ে সন্তুষ্টির কথা জানান ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন, বেক্সিমকোর ফার্মার ব্যবস্থাপনা পরিচালক, নাজমুল হাসান পাপন। এখন থেকে প্রতিমাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশে আসবে, জানিয়ে পাপন বলেন, কোথাও কোনো ত্রুটি থাকলে বা ডেমেজ, শর্টেজসহ কোনো রকমের সমস্যা থাকলে সেগুলোর দায় বেক্সিমকোর
পরে ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে।