চার বছরের পূর্ণাঙ্গ ভবিষ্যত সফরসূচি প্রকাশ করেছে আইসিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চক্রের পূর্ণাঙ্গ ভবিষ্যত সফরসূচি-এফটিপি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নতুন এফটিপিতে মোট ম্যাচের সংখ্যা ৭৭৭টি। এতে থাকছে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। চার বছরের এই চক্র শুরু হবে ২০২৩ সালের মার্চ থেকে। আইসিসির নির্ধারিত সূচিতে আগামী ৪ বছরে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল। নতুন এই এফটিপি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ সালের জন্য করা এই সূচিতে দ্বি-পাক্ষিক সিরিজে ৩৭ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া অন্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে আরও ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।