চার মাস বন্ধ থাকার পর আবার শুরু করেছে বৈরুত দূতাবাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
৪ মাস বন্ধ থাকার পর লেবাননে বসবাসরত স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বৈধ কাগজপত্র বিহীন বাংলাদেশি কর্মীদের নিবন্ধন পুনরায় শুরু করেছে বৈরুত দূতাবাস।
বুধবার থেকে শুরু হয়ে এ কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য চলমান থাকবে বলে জানিয়েছে দূতাবাস। বৈরুত দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এসময় নিবন্ধনের প্রথম দিনে দেশে ফিরতে প্রায় ২ শতাধিক বাংলাদেশি আবেদনপত্রের সাথে দেশটির ধার্য্যকৃত জরিমানা ও সার্ভিস চার্জ বাবদ ১৬ লাখ ৫০ হাজার স্থানীয় পাউন্ড, ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট বা বিএমইটি কার্ড অথবা আকামার ফটোকপি জমা দিয়ে নিবন্ধনে অংশগ্রহন করে। এছাড়া দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও চলমান দূরবস্থার কোন পরিবর্তন না হওয়ায় মুদ্রাস্ফীতিসহ নানা সংকটের কারনে বিপাকে পড়েছে দেশটিতে বসবাসরত অন্তত ৭০ হাজার বাংলাদেশি।