চার লাখ ছাড়িয়েছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চার লাখ ছাড়িয়েছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫১ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন আরও ১৫ জন করোনাক্রান্ত রোগী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন পাঁচ হাজার ৮১৮ জন। একদিনে এক হাজার ৪৯৩ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৬ হাজার ৬০০ জন। এছাড়া করোনা ভাইরাস শনাক্তে সারাদেশে ১১১টি পরীক্ষাগারে এদিন ১৩ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।