চালু হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম
- আপডেট সময় : ১২:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
উদ্বোধনের ৩ মাসেও চালু হয়নি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম। ফলে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত জেলার মানুষ। নামে ২৫০ শয্যা হলেও ১০০ শয্যার সুবিধা দিয়েই চলছে জেলার সর্বোচ্চ এই চিকিৎসাকেন্দ্র। নতুন ভবনের কার্যক্রম শুরু না হাওয়ার কারণ হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠানকে দুষছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গণপূর্ত বিভাগ বলছে জুনের মধ্যে ভবন হস্তান্তর করা হবে।
২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল। নামে ২৫০ শয্যা বিশিষ্ট হলেও ১০০ শয্যার সুবিধা ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে হাসপাতালটি। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ রোগী ভর্তি হয় এখানে এবং হাজারের উপরে জরুরী ও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে নানা রোগে আক্রন্তরা। নির্মিত নতুন ভবনটি চালু করা হলে সেবা প্রার্থীদের দুর্ভোগ কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
নতুন ভবনটি চালু করতে পারলে চিকিৎসা ক্ষেত্রের নানা সুবিধা দেয়া সম্ভব হবে বলে জানালেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক।
হাসপাতালের ছয়তলা ভবনের কাজ অনেক আগেই শেষ হয়েছে কিন্তু আনুষাঙ্গিক কিছু কাজ বাকি থাকায় হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানাচ্ছে গণপূর্ত বিভাগ বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের প্রকৌশলী।