চালু হয়েছে মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন
- আপডেট সময় : ০১:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রথম মেট্রো রুট চতুর্থ স্টেশন হিসেবে চালু হয়েছে উত্তরা সেন্টার স্টেশন। সকাল ৮টা থেকে যাত্রী চলাচল শুরু হয়েছে এ স্টেশন দিয়ে। প্রথম দিনে যদিও ভিড় ছিল না এ স্টেশনটিতে।
উত্তরা সেন্টার স্টেশন এলাকায় মানুষের বসবাস কম থাকায় দর্শনার্থী ছাড়া সাধারণ যাত্রীদের আনাগোনা ছিল কম। যাত্রীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের যাত্রায় খুব কম সময়ে চলাচলের জন্যে মেট্রোরেল ভালো মাধ্যম। এ স্টেশন চালু হওয়ায় দিয়াবাড়িতে নির্মিত উত্তরা তৃতীয় পর্বে গড়ে ওঠা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের বাসিন্দাদের জন্য সুবিধা হলো। যাত্রী চাহিদা বিবেচনায় ১ মার্চ থেকে জনবহুল মিরপুর-১০ স্টেশন যাত্রী চলাচলের জন্যে খুলে দেয়া হবে। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গেলো ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।