চাল এবং পেঁয়াজের উর্ধ্বগতি’র পেছনে ব্যবসায়ীদের কারসাজিকে দায়ি
- আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চাল এবং পেঁয়াজের উর্ধ্বগতি’র পেছনে ব্যবসায়ীদের কারসাজিকে দায়ি করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব’র সভাপতি গোলাম রহমান। তাঁর দাবি, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার ব্যবসায়ীদের কাছ থেকে যে সহযোগিতা প্রত্যাশা করেছিলো তা পায়নি। আর এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ জানান, সরকার চাল ক্রয়ের মূল্য বৃদ্ধি করায় সাময়িক সময়ের জন্য দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে দুই বিশ্লেষক এসব বলেন।
প্রায় দুই মাস ধরে বাজারে লাগামহীন পেঁয়াজের দাম। এই সময়ে নতুন করে বাড়তে শুরু করেছে চালের দামও। ব্যবসায়ীরা বলছেন, আমন মৌসুমের আগে শেষ সময়ে মিলে ধানের সরবরাহ কমেছে। এ যুক্তিতে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। তবে বিক্রেতারা বলছেন, সরকার সংগ্রহ মূল্য বাড়ানোর কারণেই গত কয়েক দিনে কেজিতে ৫ থেকে ৬ টাকা চালের দাম বেড়েছে।
হঠাৎ করে চালের দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের দূষলেন ক্যবের সভাপতি। আর এফবিসিসিআইর সাবেক সভাপতি মনে করেন, সরকারের চাল ক্রয়ের মূল্য বৃদ্ধির জন্যই সাময়িক সমস্যা’র সৃষ্টি হয়েছে। তবে দ্রুতই দাম স্থিতিশীল হবে। ব্যবসায়ীদের উপর নির্ভরশীল না হয়ে সরকারিভাবে চাল এবং পেঁয়াজের আমদানী শুরু করা হলে দাম বৃদ্ধি রোধ করা সম্ভব হবে বলেও মনে করেন এই দুই বিশ্লেষক।