চিকিৎসককে হুমকি সন্ত্রাসী রাজনীতির বহিপ্রকাশ : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
চিকিৎসককে হুমকির মধ্যে দিয়ে জামায়াতের নোংরা ও সন্ত্রাসী রাজনীতির বহি:প্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি-জামায়াতের আমলে উত্থান ঘটা জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বিধায় তাদের ঘুমন্ত সেলগুলো পুনরায় আত্মপ্রকাশের চেষ্টা করছে বলে ও জানান আসাদুজ্জামান খান কামাল।
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নিজস্ব ক্যাম্পাসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়।
আলোচনায় যোগ দেয়ার আগে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আলোচনায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার পর বাঙ্গালীরা বিশ্বে সুপ্রতিষ্ঠিত জাতির পরিচয় লাভ করে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা সাঈদীর চিকিৎসককে হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
বিএনপি-জামায়াতের শাসনামলে উত্থান ঘটা জঙ্গিদের নির্মূলে সরকারের প্রচেষ্টার কথা জানান আসাদুজ্জামান খান কামাল।