চিকিৎসকসহ নানা সংকটে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৮২০ বার পড়া হয়েছে
চিকিৎসকসহ নানা সংকটে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ৬ জন। এরমধ্যে প্রায়ই ৩ জন থাকেন ছুটি ও ট্রেনিংয়ে। এতে চিকিৎসা থেকে বঞ্চিত সীমান্তবর্তী উপজেলার বাসিন্দারা। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।
ঝিনাইদহ জেলা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা মহেশপুর। ৪ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল ভবনটি চাকচিক্য করা হলেও অকেজো হয়ে পড়ে আছে আলট্রাসনোগ্রাম মেশিন। নষ্ট ডেন্টাল চেয়ার। মাঝে মাঝেই নষ্ট হয়ে যায় সরকারি এ্যাম্বুলেন্স। জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম।
অভিযোগ রয়েছে, প্রতিদিন হাসপাতালে আগত শত-শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। দেখা পাওয়া যায় না চিকিৎসকদের। যন্ত্রপাতি নষ্ট থাকায় বাধ্য হয়েই বেশি টাকা খরচ করে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে রোগীদের। দ্রুত চিকিৎসক নিয়োগসহ সমস্যা সমাধানের দাবী স্থানীয়দের।
চিকিৎসকরা বলছেন, নানা সংকটে সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন তারা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সমস্যা সমাধানে কাজ করছেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রতিদিন গড়ে সাড়ে ৩’শ থেকে ৪ রোগীর চিকিৎসা দেয়া হয়।