চিকিৎসক শূন্য হয়ে পড়েছে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ
- আপডেট সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চিকিৎসক শূন্য হয়ে পড়েছে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ। দেশের দক্ষিনাঞ্চলের অনেক জেলার মানুষের ফরেনসিক রিপোর্টের নির্ভরযোগ্য জায়গা এটি। তাদের রিপোর্টের ওপর নির্ভর করে এলাকার খুন, অপমৃত্যু, ধর্ষণসহ গুরুত্বপূর্ণ মামলার ন্যায়বিচার। এখানে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে ভুক্তভোগী ও কলেজ কর্তৃপক্ষ।
মহানগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকায় ধর্ষণের শিকার দুটি শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। কিন্তু, গত ১০ দিনেও ফরেনসিক রিপোর্ট না পাওয়ায় আইনি প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে না। শুধু মহানগরীতে নয়, খুলনা বিভাগের ১০ জেলার মানুষ এই বিভাগের ওপর নির্ভরশীল।
এখানে ধর্ষণ, নির্যাতন ও অপমৃত্যুর শিকার মানুষের ফরেনসিক রিপোর্টের জন্য বিড়ম্বনায় ভোগে পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, সময়মতো ধর্ষনের আলামত সংগ্রহ হচ্ছেনা। এতে করে ন্যায়বিচার পেতে সমস্যা হবে।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, এই বিভাগে অধ্যাপক থেকে প্রভাষকসহ ছ’টি পদের সব কটিই শুন্য। চুক্তিভিত্তিক একজন চিকিৎসক থাকলেও, অসুস্থ্যতার জন্য অনুপস্থিত থাকেন প্রায়ই। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক বার চিঠি দেয়া হয়েছে।
হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ধর্ষনসহ বিভিন্ন আলামত পরীক্ষার একটি ল্যাব আছে। কিন্তু, সেখানেও বিশেষজ্ঞ চিকিৎসক নেই।
ফরেনসিক মেডিসিন বিভাগ ও ওসিসি’র ল্যাবে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে ভুক্তভোগী ও কলেজ
কর্তৃপক্ষ।