চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসার অপকর্মে জড়িত সমাজের বিত্তশালী অন্তত ১৩ জন
- আপডেট সময় : ০১:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসার অপকর্মে জড়িত সমাজের বিত্তশালী অন্তত ১৩ জন। এদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ….সিআইডি। এর মধ্যে ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আসছে।
এ ব্যাপারে দাপ্তরিকপত্র জারি করে তা বিমানবন্দর ও দেশের সীমান্ত পয়েন্টগুলোতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। যে ১৩ জনকে শনাক্ত করা হয়েছে তারা মাঝেমধ্যেই পরীমনি ও পিয়াসার রাতের আসরের অতিথি হতেন। পরীমনি-পিয়াসার মাধ্যমে ফাঁদ পেতে সরকারি কর্মকর্তাদের দিয়ে বড় বড় কাজ বাগিয়ে নিতেন। এ কাজে পিয়াসার অধীনে কাজ করছেন ২০-২৫ জন অনিন্দ্য সুন্দরী তরুণী। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এদের সবার নাম বলেছেন পরীমনি ও পিয়াসা। এ দুই শোবিজ তারকার সঙ্গে এসব বিত্তশালীদের মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ড ও অনেক স্থিরচিত্র পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। চলছে এগুলোর যাচাই-বাছাই। প্রাথমিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ও ছবি পাওয়া গেছে। আরও তথ্য সংগ্রহ করতে মোবাইল ফোনগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে।