চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত চিত্রার দু’পাড়ে সাড়ে তিন কিলোমিটার জুড়ে ছিলো মুখরিত। ফেসবুক, ইউটিউব ও আকাশ সংস্কৃতির যুগেও এই প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ করে দর্শকরা।
নড়াইলবাসী প্রতিবছর অপেক্ষায় থাকেন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য। করোনার কারনে গত দুবছর ধরে বন্ধ ছিলো নৌকা বাইচ। নারীদের ৩টি নৌকা এবং পুরুষদের ১৬টি নৌকা এবারের প্রতিযোগতায় অংশগ্রহণ করে। এমন আয়োজন দেখতে পেরে খুশি দর্শকরা।
বিভিন্ন পোষাকে সজ্জিত নৌকার চালকরা দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করেন। নৌকা চলার সাথে সাথে কাসর বাজানোর শব্দ দর্শকদের আরো মুগ্ধ করে তোলে। নৌকা চালাতে কষ্ট হলেও দর্শকদের আনন্দ দিয়ে খুশি হন এসব নৌকার চালকরা।
দর্শনার্থীদের আনন্দ দিতে এবছর আরো বড় পরিসরে করা হয়েছে বলে জানালেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।