চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুর ও পাবনায় বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুর ও পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-আখচাষী, কর্মকর্তা ও কর্মচারীরা।
পাবনায় চিনিকল বন্ধের প্রতিবাদে এবং চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আখ চাষি ও মিলের শ্রমিক-কর্মচারীরা। সকাল থেকে ঈশ্বরদীর দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের প্রধান ফটকে টাওয়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন আখ চাষি ও শ্রমিক-কর্মচারীরা। পরে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে, চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাল অর্ধদিবস হরতাল সফল করতে সকালে বিক্ষোভ ও সমাবেশ করছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-আখচাষী ও কর্মচারীরা। এরপরও যদি সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে রাজপথ রেলপথ অবরোধসহ লাগাতার হরতালের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।