চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল
- আপডেট সময় : ১০:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবারও চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। আজ সকাল থেকে টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোয় চাপ লক্ষ করা গেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে তেলের দাম বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক কবির হোসেন বলে,নদীপথের যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করার জন সার্বক্ষণিক তৎপর রয়েছেন তারা।
পায়ে হেঁটে সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা। পরিবারের সঙ্গে ঈদ করতে লঞ্চ ধরতে তাদের এই তাড়াহুড়া। কিন্তু বাধ সাধে রাজধানীর চিরচেনা যানজট।
তাদের মতোই একজন মিরপুরের বৃদ্ধ শাকিনা জালাল। ভীড়ের মধ্যে এই বৃদ্ধাকে লঞ্চে তুলে দিতে সহযোগিতায় এগিয়ে আসেন অনেকেই। সঙ্গে ছিলো তার পরিবারও।
তার মত অনেকেরই যাতায়াতের পছন্দের মাধ্যম লঞ্চ যাত্রা। তবে ভোলাগামী স্টীমারগুলো অনেক সময় নিয়ে ছাড়ছে বলে অভিযোগ জানান যাত্রীরা।
পদ্মা সেতুর কারণে এমনিতেই জনপ্রিয়তা কমেছে বরিশালগামী লঞ্চ-স্টীমারগুলোর। এই অজুহাতে বেড়েছে ভাড়া ফলে যাত্রী কম দেখা গেছে।
এদিকে ঈদযাত্রা নিরাপদ রাখতে চেষ্টার কমতি রাখছে না বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ১০০ টির বেশি লঞ্চ মঙ্গলবার সদরঘাট ছেড়ে যায়।