বড় ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাঈদী
- আপডেট সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে তার বড় ছেলের কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সকাল ১০টায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহ পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। আগে থেকে ফাউন্ডেশন মাঠে অবস্থান নেয় হাজার হাজার মানুষ। এ সময় সাঈদী ভক্তরা তার মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
এর পর সকাল ১১টায় প্রশাসনের নির্দেশে জানাজা পরানোর জন্য বলা হলে সাঈদীর ভক্তরা বাঁধা দের। তারা দাবি তোলেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী পিরোজপুর না পৌছানো পর্যন্ত জানাজা অনুষ্ঠিত হবে না। এসময় হট্টোগোলের সৃষ্টি হয়।
এর পর মাসুদ সাঈদী পৌছালে দুপুর ১টা ১০ মিনিটে হাজার হাজার মুসল্লির অংশ গ্রহণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠত হয় । জানাজা নামাজ পরিচালনা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। পরে তার বড় ছেলের কবরের পাশে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন হাজার হাজার নেতা কর্মীরা।