চীনকে কেউ দমন করতে চাইলে নিদারুণ পরিণতি বরণ করতে হবে: সি জিন পিং
- আপডেট সময় : ০৯:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চীনকে কেউ দমন করতে চাইলে নিদারুণ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। চীন কখনো অন্য কোনো দেশকে দমন করার কথা ভাবে না। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন শি জিন পিং। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেই মূলত এই হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
বেইজিংয়ের তিয়ান আনমেন স্কয়ারে শতবর্ষ পূর্তির ওই অনুষ্ঠানে ৭০ হাজারের বেশি মানুষ সমবেত হন। সি জিন পিং প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। আধুনিক চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট দলের ভূমিকা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, চীনের সঙ্গে কমিউনিস্ট পার্টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ১৯২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ গৃহযুদ্ধের পর ৭২ বছর আগে দলটি ক্ষমতায় আসে। শতবর্ষ আগে যে বাড়িতে মাও সে-তুং ও অন্য ১২ জন নেতা চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, সম্প্রতি সেখানেই চীনের প্রেসিডেন্ট তাঁর পলিটব্যুরোকে নিয়ে নতুন শপথ করেন।