চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। নতুন ২ হাজার ৮’শ ৫৬ জন শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৩শ ৭৯ জন। গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ১ হাজার ১’শ ৩৯ জন। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে কোনভাবেই আক্রান্ত ও মৃতের সংখ্যা কমানো যাবে না বলেও জানান তিনি।
দিন বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। আর সারাদেশের করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি ও তথ্য তুলে ধরতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন স্বাস্থ্য অধিদপ্তরের।
দিন বাড়ার সাথে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দীর্ঘ হচ্ছে উল্লেখ করে অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক তুলে ধরেন গেল ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা।
নতুন ৫৭৮ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন জানিয়ে তুলে ধরেন, বিভাগীয় পর্যায়ে সারাদেশে মৃতের পরিসংখ্যান।
করোনা আক্রান্ত ও মৃত্যের সংখ্যা কমাতে সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
গেল ২৪ ঘন্টায় বিমান, নৌ ও স্থল বন্দর দিয়ে আসা ৯৯৮ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।