চীনকে মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠাল ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চীনকে মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠাল ভারত, বেইজিং-এর ক্ষোভ
ভারত-চীন সীমান্তের লাদাখে ভয়াবহ সংঘর্ষের পর এখনো উত্তেজনা প্রশমিত হয়নি দুই দেশের মধ্যে। এর মধ্যেই লাদাখে ফের আগ্রাসী রূপ ধারণ করেছে চীনা বাহিনী- এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। সোমবার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তারা এমনটা জানায়।
এদিকে লাদাখে হতাহতের জেরে দক্ষিণ চীন সাগরে যুদ্ধাজাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্যে চলমান আলোচনার মধ্যেই দিল্লি এমন কঠিন পদক্ষেপে নিল। ১৫ জুন লাদাখের গালওয়ানের ওই সংঘর্ষের ঘটনার পর বেইজিংকে চাপে রাখতে বিরোধপূর্ণ অঞ্চলে দেশটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। নয়াদিল্লির এমন পদক্ষেপে ক্ষেপেছে চীন। বেইজিং বলছে, এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে চীন সাগরে ভারতের যুদ্ধজাহাজের উপস্থিতি বিরোধপূর্ণ সিদ্ধান্ত।