চীনা নাগরিকের নামহীন কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সকালে আশুলিয়ার শ্রিখন্ডিয়া এলাকায় এক চীনা নাগরিকের নামহীন একটি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
কারখানাটিতে পুরাতন ব্যাটারির প্লাস্টিক কেসিং প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে নতুন খোলস তৈরির উপকরন তৈরি করে। যে প্রক্রিয়ায় তারা এ কাজটি করে এর ফলে মারাত্মকভাবে পরিবেশ দুষিত হয়। কোন ধরনের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এভাবে কারখানা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কারখানাটি বন্ধ করে দেন। তবে কারখানাটির মালিক বর্তমানে চীনে অবস্থান করায় তাৎক্ষনিকভাবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে বিকেলে সাভারের ফুলবাড়িয়ায় লিজেন্ড নামে আরেকটি অবৈধ ব্যাটারি তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে ৭০ হাজার টাকা দন্ড দেন নির্বাহি ম্যাজিস্ট্রেট।