চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ১১১ জন নিহত
- আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৩০ জনেরও বেশি। ধসে পড়েছে বেশ কিছু ভবন। গতকাল রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। যত সময় যাচ্ছে, ততই বাড়ছে হতাহতের সংখ্যা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার, আর সিনহুয়া বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।
ভূমিকম্পের পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ দেখা গেছে।
তাৎক্ষণিক এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট সি জিন পিং বলেছেন, উদ্ধার কার্যক্রম, আহত ব্যক্তিদের সময়মতো চিকিৎসা দেয়া এবং হতাহতের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে সব রকম উদ্যোগ নেয়া হয়েছে।