চীনে একটি রেস্তোরাঁ ধসে অন্তত ২৯ জন নিহত ও ৭ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চীনের শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে অন্তত ২৯ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছে।
জন্মদিনের একটি পার্টি চলাকালে শনিবার এ দূর্ঘটনা ঘটে। দুই তলা ওই ভবনটি থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম- সিজিটিএন জানিয়েছে, রবিবার সকালের দিকে উদ্ধার কাজে ইতি টানা হয়েছে। ভবনটি ধসের কারণ এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সরকার ছাড়াও স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখবে।