চীনের চেয়ে নতুন আক্রান্ত দেশে তুলনামূলক রোগীর সংখ্যা বাড়ছে

- আপডেট সময় : ০২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চীনের চেয়ে নতুন আক্রান্ত দেশে তুলনামূলক রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব গবেষণা ও নিয়ন্ত্রণ ইনসটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে মহাখালীতে ইনস্টিটিউট মিলনায়তনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইইডিসিআর পরিচালক জানান, গেল ২৪ ঘণ্টায় ৬টি নতুন দেশসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট দেশের সংখ্যা ৬৫টি। চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত ৩ হাজার ১১৯ জন মারা গেছে। শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৪ জন। চীনের বাইরে মারা গেছে ১৭৫ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি মারা গেছে ইরানে ৬৬ জন, এরপর ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ২, যুক্তরাষ্ট্র ৬, ফ্রান্স ৩, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে একজন করে মারা গেছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন এবং চীনের বাইরে ১০ হাজার ২৯০ জন। এখন পর্যন্ত ৪৮ হাজার ১২৮ জন সুস্থ হয়েছে।