চীনের তেল আমদানি পথ ভারত মহাসাগরে অতিরিক্ত সেনা পাঠাতে শুরু করেছে মোদি
- আপডেট সময় : ০৮:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
চীনের আধিপত্য বিস্তার কৌশল মোকাবিলায় দেশটির তেল আমদানি পথে ভারত মহাসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অতিরিক্ত সেনা পাঠাতে শুরু করেছে মোদি সরকার।
উত্তর আন্দামানের শিবপুরে নৌবাহিনীর এয়ার স্টেশন আইএনএস কোহাসারের রানওয়ের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। ক্যাম্পবেলে আইএনএস বাজের রানওয়ের দৈর্ঘ্য বাড়ানোরও কথা চলছে। প্রয়োজনে বড় যুদ্ধবিমান যাতে এখান থেকে কাজ করতে পারে, তার জন্য বাড়ানো হচ্ছে রানওয়ের দৈর্ঘ্য। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সেনা কর্মকাণ্ড বাড়ানোর রোল-অন প্ল্যান অনুসারে ১০ বছরের জন্য প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়ন করা হবে। আরও যুদ্ধবিমান, নৌজাহাজ ও সেনা মোতায়েন করা হবে। এ জন্য ৫ হাজার ৬৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সেনা পরিকাঠামো বৃদ্ধির কাজ সম্পূর্ণ করা হবে । এখানে আগামী বছরে যুদ্ধবিমানের পাকাপাকি ঘাঁটি তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত।