চীনের তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ তাড়াতাড়ি যেন ভ্যাকসিন পায় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। সকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে স্বাস্থ্যকর্মীদের ওপর ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, চীনের ওই কোম্পানির প্রস্তাবটি আইসিডিডিআরবি’র মাধ্যমে ওষুধ প্রশাসন হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে এসেছে। তবে শুধু এই ভ্যাকসিনের ওপর নির্ভর করা হবে না। ভ্যাকসিনের ক্ষেত্রে যাতে বাংলাদেশ একদিনও পিছিয়ে না থাকে সেদিকে নজর দেয়া হচ্ছে ।