চীনের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চীনের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
তিব্বতে জন্মগ্রহণকারী আংওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি নিউইয়র্কে থাকা চীনের নাগরিকদের তথ্য পাচার করতেন।এছাড়া তিব্বতি সম্প্রদায়ের মধ্যে গোপনে তথ্য দিতে পারে, এমন সম্ভাব্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ করতেন। গ্রেফতার হওয়া এই কর্মকর্তা নিউইয়র্ক পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটে কর্মরত ছিলেন। দোষী প্রমাণিত হলে তার ৫৫ বছরের কারাদণ্ড হতে পারে। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, পুলিশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রিজার্ভ সেনাবাহিনীরও একজন সদস্য দিয়েলে আঙওয়াং। তিনি সেখানে সিভিল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ হিসাবে কাজ করতেন। চীনা কনস্যুলেটের দুইজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।