চীনের বাইরে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস

- আপডেট সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চীনের বাইরে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরইমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ৭০টিরও বেশি দেশে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৮৬২ জন। মারা গেছে তিন হাজার ২০০ মানুষ। ভাইরাসটি মোকাবিলায় ১২ বিলিয়ন ডলার সাহায্য দেবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব বাংক। এদিকে, নোংরা ব্যাংক নোট থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ধারণার চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে প্রথম উৎপত্তি এই ভাইরাসটি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে ৭০টিরও বেশি দেশে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৮৬২ জন। মারা গেছে তিন হাজার ২০০ মানুষ। গেলো ২৪ ঘন্টায় চীনে মৃত্যু হয়েছে ৩৮ জনের। সংক্রমিত হয়েছে ১১৯ জন। এই নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত ৮০ হাজার ২৭০ জন। মারা গেছে ২ হাজার ৯৮১ জন।
এদিকে, চীনের বাইরে সর্বোচ্চ ৭৯ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। মঙ্গলবার দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে ২৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫০২ জন।
ইরানে করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। আক্রান্ত হয়েছে ২ হাজার মানুষ। এছাড়া ইরানের পার্লামেন্ট সদস্যদের ৮ শতাংশই করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার। করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন কারাগারে বন্দি ৫৪ হাজারেরও বেশি কয়েদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে মারা গেছে ৩২ জন। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩২৮। জাপানে মারা গেছে ১২ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯ জনের। দেশটির ১৩ রাজ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আক্রান্ত হয়েছে ১২৫ জন। এছাড়া ফ্রান্সে ৪ জন, হংকংয়ে ২ জন এবং ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে একজন করে মারা গেছেন করোনাভাইরাসে।
ভাইরাস মোকাবিলায় ১২ বিলিয়ন ডলার সাহায্য দেবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব বাংক। এদিকে, নোংরা ব্যাংক নোট থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে, করোনাভাইরাসের তীব্রতা দু’ মাসের বেশি সময় ধরে বৃদ্ধি পেলেও এখনো এই ভাইরাসের সঠিক চিকিৎসা ও প্রতিষেধক আবিস্কার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর।