চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সর্বপ্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে
- আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সর্বপ্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। সেই উহান শহরের এক কোটি ১০ লাখ নাগরিকের সবার করোনা পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে। ৩৭ দিন করোনা আক্রান্ত শূন্য থাকার পর নতুনভাবে ছয়জন সংক্রমণের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বিতীয়বার করোনা সংক্রমণ ঠেকিয়ে চীনের অর্থনীতির চাকা সচল রাখতে উহানের সকল নাগরিককে পরীক্ষা করে দেখা হবে।এজন্য বিশাল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীর প্রয়োজন।
তবে চীন কীভাবে এত সংখ্যক মানুষকে পরীক্ষার কিটের ব্যবস্থা করবে, সে ব্যাপারে অনেকেরই প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১ কোটি ১০ লাখ মানুষকে মাত্র ১০ দিনে পরীক্ষা করবে উহান। সেই হিসেবে দিনে অন্তত সাত লাখ ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হবে। আগে যাদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাদেরকেও পরীক্ষা করা হবে। উহানে এখন পর্যন্ত ৫০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিন হাজার আট শতাধিক।