চীনে শেষ হয়েছে কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস

- আপডেট সময় : ০৪:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস শেষ হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা বাড়িয়ে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী অনুমোদন দেয়া হয়েছে এ কংগ্রেসে। আগামী ৫ বছরের জন্য নেতা নির্বাচিত হয়েছেন তিনি। চীনের প্রেসিডেন্ট পদেও আসিন থাকছেন জিনপিং।
আর তিনি তৃতীয় বারের মতো চীনা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাও সেতুং এর পর তাকেই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ভাবা হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি শি জিনপিংকে আরও পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। এ ছাড়া কংগ্রেসে সবাই তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে চীন কোনো ছাড় দেবে না বলে একমত হয়েছেন। এর ফলে দেশটির সংবাদ মাধ্যম রোববার তাকে নিয়ে এক প্রতিবেদন ছেপেছে। যেখানে শিকে একক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। গত ১০ বছর ধরে পিএসসি প্রধানের পদে দায়িত্ব পালন করে আসছেন শি। নতুন করে পিএসসি প্রধান হওয়ায় একই পদে ৬৯ বছর বয়সী এ রাজনৈতিকের দায়িত্ব পালনকালীন সময় হবে ১৫ বছর।