চীন ও রাশিয়া এখন রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায় : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চীন ও রাশিয়াও এখন রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, জাতিসংঘে এই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। রাশিয়া ও চীন আগে রোহিঙ্গা ইস্যুতে বাধা দিতো। তবে তারা এবার চুপ ছিল। তারাও এই সমস্যা দূর করতে চায়। রাশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়েছে। সব দেশই রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।