চীন তার ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড় দেবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চীন তার ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘের।
নিজেদের সার্বভৌমত্বের অখণ্ডতায় দেশটির সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও নয়াদিল্লিকে সতর্ক করেন তিনি। আর দু’দেশের সীমান্তে চলমান উত্তেজনার জন্য ভারতকে একতরফাভাবে দায়ী করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। দু’দেশের বিরোধ নিরসনে করণীয় নির্ধারণে শুক্রবার রাশিয়ার মস্কোয় রুদ্ধদ্বার বৈঠকে বসেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী ও ভারতের রাজনাথ সিং। পাল্টা জবাবে এক বিবৃতিতে চীনকে সতর্ক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেন, সীমান্তে বেইজিং-এর আগ্রাসী আচরণ নিজেদেরকেই সামলে নিতে হবে, নয়তো খেসারত দিতে হবে।সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে তিনদিনের রাশিয়া সফরে গিয়ে ওয়েইয়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট পার্শ্ববৈঠক করেন রাজনাথ।