চীন থেকে করোনা পরীক্ষার কীট ও সরঞ্জাম দেশে পৌছালো
- আপডেট সময় : ০৮:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চীন থেকে করোনা পরীক্ষার কীটসহ নানা সরঞ্জাম নিয়ে দেশে ফিরলো বিমান বাহিনীর প্রথম উড়োজাহাজ। এতে কীট ছাড়াও পিপিই, সার্জিক্যাল মাস্ক, ইলেকট্রিক থার্মোমিটার, প্রটেক্টিভ গ্লাভস, ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী রয়েছে । সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবুল বাশার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে এই সহায়তা করা হচ্ছে। শীঘ্রই যা দেশের বিভিন্ন প্রান্তে পৌছে যাবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ এখন দেশের প্রতিটি অঞ্চলে করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। শুরু থেকেই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু চীন নানা সহায়তার হাত বাড়ালেও দেশটির প্রশাসনিক জটিলতায় চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য সরঞ্জাম আনা যাচ্ছিল না।তবে বাধা কাটিয়ে বেইজিং থেকে ফিরল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমান ।
এবার আসলো করোনাভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।
চীনের জটিলতা নিরসনে কাজ করা লিন ঝি জানান, তাদের প্রতিষ্টান সর্বাত্মক সহায়তা করবে।