চীন থেকে দেশে ফেরা কারো দেহেই করোনা ভাইরাসের সংক্রমন মেলেনি -আইইডিসিআর
- আপডেট সময় : ০৮:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
চীন থেকে দেশে ফেরা ৮ হাজার ৩ শত ৯৬ জনকে স্ক্রিনিং এবং ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু কারো দেহেই করোনা ভাইরাসের সংক্রমন মেলেনি বলে জানিয়েছেন রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সকালে রাজধানীর মহাখালীতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
চীনসহ বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । এতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৬৩৬ জন। এখন পুরো বিশ্বজুড়িই বিরাজ করছে আতঙ্ক।
মহাখালীর রোগতত্ত্ব ইনস্টিটিউট- আইইডিসিআর’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য।
ইনস্টিটিউটের পরিচালক জানান,এখন পর্যন্ত চীন থেকে আসা ৮ হাজার ৩ শত ৯৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং ৫০ জনের নমুনা সংগ্রহ করা হলেও কারো দেহই করোনা ভাইরাসে আক্রান্ত নয়।করোনা ভাইরাস শনাক্তে দেশের সব স্থলবন্দরে স্ক্রিনিং মেশিন পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে শুক্রবার দুপুর অব্দি আগের ২৪ ঘণ্টায় অতিরিক্ত হারে রোগী বাড়েনি বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।