চীন থেকে বুবোনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চীন থেকে উৎপত্তি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যেই দেশটিতে বুবোনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। নতুন এই ভাইরাসটি মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির বিজ্ঞানীরা।
বিবিসি জানিয়েছে, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শহরে বুবোনিক প্লেগের একটি ঘটনা নিশ্চিত হওয়ার পর সতর্কতা বাড়িয়েছে চীন কর্তৃপক্ষ।রাষ্ট্রীয় প্রতিবেদন অনুসারে, বায়ান্নুর রোগী একজন পশুপালক। তাকে আলাদা রাখা হয়েছে । বুবোনিক প্লেগ হলো- রোগীদের হঠাৎ জ্বর, মাথাব্যথা, ঠান্ডা লাগা এবং দুর্বলতা এবং এক বা একাধিক ফোলা, কোমল এবং বেদনাদায়ক লসিকা গেঁজের বিকাশ ঘটা। ব্যাকটিরিয়া সংক্রমণের কারণে সৃষ্ট বুবোনিক প্লেগ মারাত্মক হতে পারে, তবে সাধারণভাবে পাওয়া অ্যান্টিবায়োটিকের সাহায্যে চিকিত্সা করা যায়।শনিবার বায়ান্নুর শহরের উড়াদ মিডল ব্যানারের একটি হাসপাতালে প্রথম সন্দেহভাজন বুবোনিক প্লেগ হওয়ার খবর পাওয়া যায়।তবে কীভাবে বা কেন রোগী সংক্রমিত হতে পারে তা এখনও পরিষ্কার নয়।