চুয়াডাঙ্গায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

- আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সিরিজ বোমা হামলার মামলায় চুয়াডাঙ্গায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে, সিরাজগঞ্জের মাদ্রাসা শিক্ষক নজরুল হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
সকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত জজ লুৎফর রহমান শিশির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত জেএমবির সদস্যের সাইফুল ইসলাম ওরফে রাকিব। ২০০৫ সালে ১৭ আগষ্ট চুয়াডাঙ্গার কোট মোড়ে বোমা হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।
জেলার শাহজাদপুরে মাদ্রসা শিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলায় রুহুল কুদ্দুসকে যাবজ্জীবন দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ। মামলা সুত্রে জানা যায়, ২০১৪ সালে খেয়াঘাট পারাপারে কথাকাটাকাটির সময় আসামী রুহুল ছুরিকাঘাত করলে মারা যান নজরুল ইসলাম।