চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহানির ঘটনার মামলায় চার্জশিট দাখিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহানির ঘটনার মামলায় প্রায় তিন বছর পর ভবনের মালিকসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার ওসি আবদুল কাইউম। আগামী ২৩ মার্চ শুনানির দিন ধার্য করেছে আদালত। চার্জশিটভুক্ত আসামিরা হলেন-ভবনের মালিক দুই সহোদর হাসান সুলতান, সোহেল হোসেন, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ সহ ৭জন। আসামিরা সবাই জামিনে আছেন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। দগ্ধ ও আহত হন আরও অনেকে।