চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় কামাল হোসেন নামে এক ঠিকাদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। গেলরাতে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।
বিএনপির সাবেক নেতা নিহত কামাল হোসেন আলমডাঙ্গার জেহালা গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা। এলাকাবাসী জানায়, গতরাতে কামাল স্থানীয় বাজার থেকে বাসায় ফেরার পথে মদনবাবুর মোড়ের প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে পৌঁছালে স্বাধীনসহ তিন দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এসময় কামাল হোসেনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, বাচ্চাদের খেলা করা নিয়ে গত রোববার দুপুরে উপজেলার বেড়বিন্নী গ্রামের আসমানী খাতুনের সাথে প্রতিবেশী সুমাইয়া খাতুনের ঝগড়া হয়। দুপুরে বিষয়টি মিটমাট হলেও বিকেলে আসমানী খাতুনকে সুমাইয়া ও তার পরিবারের অন্য সদস্যরা বেধড়ক পিটায়। এতে গুরুতর আহত আসমানীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।