চুয়াডাঙ্গার ঝড়ু ও মকিম নামের দুই আসামির করা নিয়মিত আপিল অকার্যকর
- আপডেট সময় : ০৮:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির করা নিয়মিত আপিল অকার্যকর ঘোষণা করে খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কারাগারে থেকে তাঁদের করা জেল আপিল ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন না-মঞ্জুরের পর ২০১৭ সালের ১৭ নভেম্বর দুজনের ফাঁসি কার্যকর হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ ঝড়ু ও মকিমের নিয়মিত আপিল খারিজ করে দেন। আদালত বলেছেন, নিয়মিত আপিল অকার্যকর বলে খারিজ করা হলো। তবে গাইডলাইন সম্পর্কে প্রকাশ্য আদালতে ঘোষণা দেওয়া হয়নি। ১৯৯৪ সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার সাবেক স্থানীয় মেম্বার মনোয়ার হোসেন খুন হন। জেল আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ১৫ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে রায় দেন। পরে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। ২০১৭ সালের ২২ অক্টোবর না-মঞ্জুর হয়। ওই বছরের ১৭ নভেম্বর তাঁদের ফাসি কার্যকর হয়। এর আগে তাঁদের পরিবারের সদস্যরা দেখা করেন।