চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষ আতঙ্কিত
- আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। জেলার দর্শনা সীমান্ত দিয়ে গত ১০দিন ধরে আটকা পড়া বাংলাদেশীদের অনেকে সংক্রমণ নিয়ে ফিরে আসায় চিন্তায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। তবে জেলা প্রশাসন বলছে, বাড়তি সতর্কতাসহ পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে।
দেশের অন্যান্য সীমান্ত জেলার মতো চুয়াডাঙ্গায়ও করোনা ঝুঁকির মধ্যে রয়েছে মানুষ। সীমান্ত ঘেঁষা উপজেলা জীবননগর ও দামুড়হুদার অনেক জায়গায় তারকাটার বেড়া নেই। এ সব অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া-আসা করে অনেকে।
দর্শনা চেকপোস্ট দিয়ে গত ১০ দিনে সাত শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও সরকারি ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ। মারা গেছে এক জন।
অরক্ষিত অংশ দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ ঠেকাতে সজাগ রয়েছে বলে জানায়, প্রশাসন।
করোনা আক্রান্তদের সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হচ্ছে বলে জানান তিনি।