চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় ৩ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের উথলী শাখায় অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন আটক করা হয়েছে।
সকালে জেলার জীবননগর এলাকা থেকে তাদের আটক করা হয়। ডাকাতির ঘটনায় ব্যাংকের ব্যবস্হাপক আবুবকর সিদ্দিক বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। রবিবার বেলা সোয়া ১ টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটর সাইকেল যোগে ৩ জন ব্যাংকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের মোবাইলগুলো কেড়ে নিয়ে একটি কক্ষে সবাইকে আটকিয়ে রাখে। পরে ব্যংকের কাউন্টারে থাকা প্রায় ৯ লাখ টাকা লুট করে নেয়। চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন আটক করা হয়েছে। দ্রুতই ডাকাতির মোটিভ উদঘাটন করা সম্ভব হবে।