চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক সংকট চরমে
- আপডেট সময় : ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। চিকিৎসক সংকটে ফিরে যেতে হচ্ছে অসুস্থদের। হাসপাতালের তত্বাবধায়ক বলছেন, ডেপুটেশনে চিকিৎসক এনে কোন রকমে সেবা দেয়া হচ্ছে। তবে, ২৫০ বেড চালুর অনুমোদন পেলে এ অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করেন তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড, মেঝে ও বারান্দায় তিল ধারনের ঠাই নেই। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বর্তমানে নিয়োগকৃত চিকিৎসক রয়েছে মাত্র ১৪ জন। এর বাইরে ২৮ জন চিকিৎসককে ডেপুটেশনে এনে সেবা দেওয়া হচ্ছে। তার পরও সেবা থেকে বেশি বঞ্চিত ও ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।
পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের পরিবেশ হয়ে পড়েছে নোংরা। নতুন ভবন উদ্বোধনের আগেই ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে।
১০০ বেডের বিপরীতে খাদ্য ও ঔষধ পাওয়া গেলেও পাওয়া যায়নি চিকিৎসক। অথছ কর্তৃপক্ষ বলছেন, ২৫০ বেডের অনুমোদন ও জনবল নিয়োগ পেলে এ অবস্থা কেটে যাবে।
চিকিৎসক সংকটসহ কমিয়ে সেবার মান উন্নয়নে সরকার দ্রুত ব্যাবস্হা নেবে এমনটাই আশা করছেন জেলাবাসি।