চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার বাতিল ম্যাচের সময়সূচি ও ভেন্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার বাতিল ম্যাচের সময়সূচি ও ভেন্যু। আগামী ২২ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোতে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের এই দুই চির প্রতিদ্বন্দ্বী।
বিশ্বকাপ বাছাইয়ে গেলো বছর ৫ সেপ্টেম্বর ব্রাজিলের মাটিতে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা। কিন্তু স্বাস্থ্যবিধি ভঙ্গের কারণে ৫ মিনিট পর তা বন্ধ করে দেয় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। দু’দেশের ফুটবল এসোসিয়েশনের আত্মপক্ষ সমর্থনের পর, ৯ই মে ফিফা আপিল কমিশন ঘোষণা দেয়, ম্যাচটি খেলতে হবে দু’দলকে। তিন পয়েন্টের ফয়সালা করতে হবে মাঠে। সেই সঙ্গে ভেন্যু ঠিক করার দায়িত্ব দেয়া হয় ব্রাজিল ফুটবল ফেডারেশনের উপর। সেই প্রেক্ষিতে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর ফলে, বিশ্বকাপের মাত্র দুই মাস আগে মেসি-নেইমারদের লড়াই দেখবে ফুটবল বিশ্ব।