চূড়ান্ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চূড়ান্ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সূচি। আগামী ৫ আগস্ট পর্দা উঠবে ৩১ আসরের। আর্সেনাল-ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসরের।
৬ আগস্ট দ্বিতীয় দিনে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি। ৮ বছর পর প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করবে লিভারপুল। চেলসির লিগ যাত্রা শুরু হবে ব্রাইটনের বিপক্ষে। ৭ আগস্ট ওয়েস্টহামের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একই দিন খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ অক্টোরব মাঠে গড়াবে ম্যানচেস্টার ও নর্থ লন্ডন ডার্বি। কাতার বিশ্বকাপের জন্য ১২ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে খেলা। ২৬ ডিসেম্বর আবারও মাঠে ফিরবে ইংলিশ প্রিমিয়ার।