আমিনবাজারে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী,বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক
- আপডেট সময় : ১২:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
রাজধানীতে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
সকাল থেকেই মহাসড়কে তেমন যানবাহনের চাপ নেই বললেই চলে।তল্লাশীর সময় সবার পরিচয় নিশ্চিত করেই গন্তব্যে যাওয়ার সুযোগ মিলছে। অনেকেই যানবাহন না পেয়ে পায়ে হেটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে তল্লাশীর সময় বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মহাসড়কের ঢাকা-মাওয়া-ভাংগার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে। সকাল ৬ টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায়,শ্রীনগরের ছনবাড়ী, সিরাজদিখানের কুচিয়ামোড়া ও মুন্সীগঞ্জের ধলেশ্বরী সেতুর মুক্তারপুর এলাকা ছাড়াও জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অসংখ্য চেক পোস্টে সন্দেহ ভাজন যানবাহন ও চলাচলকারী যাত্রীদের তল্লাশী চলাচ্ছে আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা।
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় দ্বিতীয় দিনের মত আজও ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকেই ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে ঢাকাগামী সকল ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে বাস আসলেও ময়মনসিংহ থেকে কোন বাস ছেড়ে যাচ্ছে না। বাস চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে নাশতার আশংকায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।