চেরি টমেটো এখন চাষ হচ্ছে নওগাঁয়
- আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ২০০৫ বার পড়া হয়েছে
চেরি টমেটো’ দেখতে টমেটোর মত হলেও এটি আকারে অনেক ছোট। বিশেষ জাতের এই টমেটো এখন চাষ হচ্ছে নওগাঁয়। স্থানীয় এক কৃষক এটি চাষ করেছেন প্রথমবার। কৃষি বিভাগ বলছে, বাংলাদেশের আবহাওয়ায় এই টমেটোর সম্ভাবনা অনেক । তবে বাজারজাত নিয়ে কিছুটা বিরম্বনায় রয়েছেন কৃষক।
দূর থেকে দেখেই নজর কাড়বে যেকারও। গাছের সবুজ পাতার আড়ালে থকায় থকায় ঝুলে লাল লাল ‘চেরি টমেটো’।
নওগাঁর রানীনগর উপজেলার কৃষক মাসুদ রানা, প্রথমবারেরমত চাষ করেছেন এই বিশেষ জাতের টমেটো। এই টমেটোতে আগ্রহ আছে অন্য চাষিদেরও। কেউ চাষ পদ্ধতি জানতে আবার কেউ আসছেন খেয়ে স্বাধ বুঝতে।
কৃষক মাসুদ রানা জানান, নতুন সবজি চাষের আগ্রহ থেকেই চেরি টমেটো চাষ করেছেন তিনি। মুলত ইউটিউবে দেখে ইতালিয়ান এই সবজির চাষ পদ্ধতি রপ্ত করেন তিনি। এরপর নিজ জমিতে নেট হাউজ তৈরী করে অর্গানিক পদ্ধতিতে শুরু করেন চাষ। যা এরইমধ্যে জেলায় বেশ সারা ফেলেছেন তিনি।
অন্য টমেটোর চেয়ে এর রোগবালাই কম। দামও রয়েছে বেশ। প্রতি গাছ থেকে টমেটো মিলছে অনন্ত ৭-৮ কেজি। যদিও এখন পযন্ত স্থানীয়ভাবে এর বাজার তৈরি হয়নি। তবে কৃষি বিভাগ বলছে চাষ এবং বাজার তৈরি করতে কাজ করছে তারা।
বিশেষ জাতের এই টমেটো লাল, সবুজ ও হলুদ প্রজাতির হয়ে থাকে। মাটির গুনাগুন ও ভৌগলিক কারনে বাংলাদেশে এই সবজি চাষে সম্ভাবনা রয়েছে ব্যাপক।