চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লেস্টার সিটি
- আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
এফএ কাপ চ্যাম্পিয়ন হলো লেস্টারসিটি। চেলসির বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা ঘরে তুললো লেস্টার সিটি।
গেলো মৌসুমে এফএ কাপের ফাইনাল হেরেছিলো চেলসি। কোচের দায়িত্ব নিয়ে ব্লুজদের চেহারা বদলে দেওয়া টমাস টুখেলের ওপর এবার অবশ্য ভরসা রেখেছিলেন ভক্তরা। কিন্তু ফাইনালে ভাগ্য বরাবরই খারাপ জার্মান কোচ টুখেলের। এফএ কাপের ফাইনালেও তাই হার দেখলেন তিনি। রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন বেলজিয়ামের লেস্টার সিটি ফুটবলার ইয়োরি তালিসম্যান। দুই দলের কড়া ডিফেন্স করা ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোন দল। তারপরও ৮৯ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিক গোল করে দলকে সমতায় ফেরানোর আশা দেন। কিন্তু শেষ সময়ে তার জালে জড়িয়ে দেওয়া ওই গোল বাতিল হয়ে যায়। চেলসির তাই শেষ হয়ে যায় এফএ কাপের আশা। শেষ হয়ে যায় মৌসুমে ডাবল হয়ের আশাও। এখন তাই তাদের ২৯ মে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তোলার চেষ্টা নিয়ে মাঠে নামতে হবে। ও শিরোপাও হারালে খালি হাতে ফিরতে হবে ব্লুজদের। লেস্টার সিটির বিপক্ষেও অবশ্য তাদের লিগে এক ম্যাচ বাকি আছে। যে ম্যাচ দিয়ে নির্ধারণ হতে পারে চলতি মৌসুমের সেরা চার।