চোখ বেঁধে ঝড়ের গতিতে স্কেটিং করে গিনেস রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চোখ বেঁধে ঝড়ের গতিতে স্কেটিং করে গিনেস রেকর্ড’-এ নাম লিখিয়েছেন ভারতের ১৪ বছরের ওজাল নালাভাদি। কর্ণাটকের হাব্বালি শহরের এই কিশোরী মাত্র ৫১ সেকেন্ডে পাড়ি দিয়েছেন এক হাজার তিনশো ১২ ফুট পথ।
রোলার স্কেটিং’-এর মাধ্যমে ৫১ সেকেন্ডে এক হাজার তিনশো ১২ ফিট অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম উঠিয়েছেন ভারতের ১৪ বছর বয়সী এই কিশোরী।
চোখ বেঁধে এই রেকর্ড গড়তে মাত্র ৬০ সেকেন্ডে পথ অতিক্রমের সময় বেধে দেয় গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। সবাইকে অবাক করে মাত্র ৫১ সেকেন্ডেই পেড়িয়ে লক্ষ্যে পৌঁছে যান নালাভাদি। গড়েন রোলার স্কেটিং’এ বিশ্বের দ্রুততম নারীর গিনেস রেকর্ড।
আগেই এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড’-এ নাম লিখিয়েছেন নালাভাদি। এবার গিনেস রেকর্ড গড়ে এই কিশোরী তার পরিবার ও কোচকে ধন্যবাদ জানিয়েছেন।